সংবাদ আপডেট

টুইট বার্তা একটি কিন্তু লেখক দুজন। টুইটারে যখন বার্তাটি পোস্ট করা হবে, তখন দুজন লেখকের নামই দেখা যাবে। করা যাবে মন্তব্যও। শুনতে অবাক লাগলেও ভবিষ্যতে এমনই সুযোগ মিলবে মাইক্রোব্লগিং সাইট টুইটারে। এরই মধ্যে এ সুবিধা চালুর জন্য গোপনে পরীক্ষাও চালাচ্ছে টুইটার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

নতুন এ সুবিধা কাজে লাগিয়ে দুজন টুইটার ব্যবহারকারী নিজেদের পছন্দের বা একমত হওয়া বিষয়ে যৌথ টুইট করতে পারবেন। শুধু তা–ই নয়, পণ্যের প্রচারণা চালানোর পাশাপাশি কোনো বিষয়ে নিজেদের একাত্মতা প্রকাশ করতে পারবেন। তবে যৌথ টুইট বার্তাটি সব বন্ধু বা অনুসারী দেখতে পারবেন না। এ জন্য অবশ্যই তাঁদের যৌথ টুইট বার্তা দেখার আমন্ত্রণ জানাতে হবে। আগে থেকে সম্মতি দেওয়া ব্যক্তিরাই কেবল যৌথ টুইট বার্তাগুলো দেখতে পারবেন।

যৌথভাবে লেখা টুইট বার্তাটি দুজন লেখকেরই অ্যাকাউন্ট থেকে আলাদাভাবে টুইটারে পোস্ট হবে। ফলে অনেক বেশি টুইটার ব্যবহারকারীর কাছে নিজেদের বার্তা পৌঁছানো যাবে। এতে বাণিজ্যিকভাবে পণ্যের প্রচারণাও চালানো যাবে।

সূত্র: দ্য ভার্জ

আলোচিত সংবাদ

বিজ্ঞাপন