সংবাদ আপডেট

সোমবার ৫৭–তে পা দিলেন বলিউড সুপারস্টার আমির খান। কিন্তু বয়সটা তাঁর কাছে একটা সংখ্যামাত্র। এখনো তাঁর কাজে, চিন্তাভাবনায় ১৮ বছরের তারুণ্য। জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আমির। বিশেষ এই সংবাদ সম্মেলনে জানালেন যে জীবনের সেরা উপহারটা তিনি তাঁর সাবেক স্ত্রী কিরণ রাওয়ের থেকে পেয়েছেন।
প্রতিবছর নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন করেন আমির। কিন্তু কোভিডের কারণে দুই বছর ধরে তা সম্ভব হয়নি। আর এবার কোভিডের কারণে নিজের বাসার বদলে মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে সাংবাদিকদের সঙ্গে কেক কাটলেন তিনি। সংবাদ সম্মেলনের শুরুতে আমির বলেন, ‘দুই বছর পর আপনাদের সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ হচ্ছে। কোভিডের কারণে আমরা পারিনি। এখন পরিস্থিতি পুরোপুরি ঠিক না হলেও অনেকটা ভালোর দিকে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জন্মদিনের কেক কাটলেন আমির
জন্মদিনের কেক কাটলেন আমির

আজ বিশেষ দিনে তাঁর কী ইচ্ছা? জবাবে তিনি বলেন, ‘প্রতিদিন সকালে এখন ঘুম থেকে উঠে আমি ভাবি যে আরও ভালো মানুষ কীভাবে হয়ে উঠতে পারি। এটাই এখন আমার ইচ্ছা। আর রোজ এটাই আমি চেষ্টা করি।’ আমিরকে কে প্রথম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন? জবাবে তিনি বলেন, ‘আমার মেয়ে ইরা আর ছেলে জুনাইদ বাড়িতে এসেছে। তাই ওরাই প্রথম আমাকে শুভেচ্ছা জানিয়েছে। আজাদ সকালে স্কুলে বেরিয়ে গেছে। তাই ওর থেকে এখনো উপহার পাইনি। আজাদের উপহারের অপেক্ষায় আছি।’ জন্মদিনের সবচেয়ে সেরা উপহারের প্রসঙ্গে এই বলিউড তারকা বলেন, ‘জন্মদিনে জীবনের সেরা উপহার আমি কিরণজির থেকে দু-তিন দিন আগেই পেয়েছি। ওর সঙ্গে আমার সবচেয়ে গভীর সম্পর্ক। আর ও আমাকে খুব কাছ থেকে দেখেছে। তাই আমি ওকে জিজ্ঞেস করি যে আমার মধ্যে কী কী খামতি আছে। আর মানুষ হিসেবে কোন কোন জায়গায় আমি নিজেকে আরও উন্নত করতে পারি। কিরণজি আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছিল। আর এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। জন্মদিনের আগেই জীবনের সেরা উপহার আমি পেয়ে গিয়েছিলাম। আমি এখন নিজেকে উন্নত করার আর শুধরে নেওয়ার চেষ্টা করছি।’

আমির আরও বলেন, ‘নিজেকে শুধরে নিতে কোনো অসুবিধা নেই আমার। আমি মনে করি, প্রতিটা দিনই একটা ভ্রমণ। আর আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারলাম কি না, তার থেকেও বড়, এই ভ্রমণ আমরা কতটা উপভোগ করেছি।’

এদিনের এই সংবাদ সম্মেলনে উঠে এসেছিল কোভিডের দুই বছরের কথা। আমির এ প্রসঙ্গে বলেন, ‘গত দুই বছরে গৃহবন্দী থাকার সময় আমরা সবাই উপলব্ধি করেছি যে মানুষের জীবন কতটা নস্যি। আর জীবন কতটা মূল্যবান। আমাদের সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমরা কেউ জানি না যে আমাদের হাতে কতটা সময় আছে। তাই সময়কে যথাযথভাবে ব্যবহার করা উচিত। প্রত্যেককে যথাযথ সময় দেওয়া প্রয়োজন। আর আমাদের প্রতিটা সম্পর্ক আরও স্বাস্থ্যকর করে তোলা উচিত।’

‘লাল সিং চাড্ডা’ ছবির ফার্স্টলুকে আমির খান। ছবি: ইনস্টাগ্রাম
‘লাল সিং চাড্ডা’ ছবির ফার্স্টলুকে আমির খান। ছবি: ইনস্টাগ্রাম

আগামী ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে আমির খান অভিনীত বহু অপেক্ষিত ছবি ‘লাল সিং চাড্ডা’। এ ছবির প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এই ছবির জন্য আপনারা সবাই অপেক্ষা করে আছেন। আমি সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই ছবি আপনাদের আশা পূরণ করবে।’ এদিকে বলিপাড়ায় গুঞ্জন যে আমির এক স্প্যানিশ ছবির হিন্দি রিমেক করতে চলেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ব্যাপারে এখনো কথাবার্তা চলছে। শিগগিরই এ ব্যাপারে আপনাদের জানাব।’

আলোচিত সংবাদ

বিজ্ঞাপন