সংবাদ আপডেট

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত সংবাদ প্রকাশ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়ার শীর্ষ স্বাধীন সংবাদপত্র নোভায়া গেজেটা। সোমবার পত্রিকার প্রধান সম্পাদক ও শান্তিতে নোবেল জয়ী সাংবাদিক দিমিত্রি মুরাতভ এই ঘোষণা দেন।
সংবাদ প্রকাশ বন্ধ রাখার ঘোষণা দিয়ে মুরাতভ বলেন, ‘আমাদের ও আপনাদের জন্য এটা ভয়ংকর ও কঠিন সিদ্ধান্ত। তবে আমাদের একে অপরের জন্য বাঁচতে হবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

১৯৯৩ সালে সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভকে সঙ্গে নিয়ে নোভায়া গেজেটা প্রতিষ্ঠা করেন মুরাতভ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচনা করা পত্রিকাগুলোর মধ্যে কেবল নোভায়া গেজেটাই বর্তমানে অবশিষ্ট রয়েছে। ইউক্রেনের রুশ হামলার এক মাসের বেশি সময় পার হওয়ার পর মুরাতভ এই ঘোষণা দিলেন। এর আগে মুরাতভ রাশিয়ার হামলায় শরণার্থী হয়ে বিদেশি আশ্রয় নেওয়ার ইউক্রেনের নাগরিকদের সহায়তার জন্য নিজের নোবেল পদক নিলামে তোলার ঘোষণা দেন।

স্বাধীনভাবে সংবাদ প্রকাশের বিষয়ে রাশিয়ার গণমাধ্যম নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান রসকোমনাদজোর থেকে হুমকি পাওয়ার কথা জানানো হয়েছে নোভায়া গেজেটার পক্ষ থেকে। তারা জানায়, ‘রসকোমনাদজোর থেকে আমরা সতর্কবার্তাও পেয়েছি। ইউক্রেনে বিশেষ অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত আমরা আমাদের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশ, প্রিন্টের মাধ্যমে সংবাদ প্রকাশ স্থগিত রাখছি।’

আলোচিত সংবাদ

বিজ্ঞাপন