সংবাদ আপডেট

আফগানিস্তানে চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার জ্যেষ্ঠ কূটনীতিকদের নিয়ে ইসলামাবাদে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, পাকিস্তানের উদ্যোগে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এই বৈঠকের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছেন। তবে তিনি এই বৈঠকে অংশ নেননি। দিনের শেষে তাঁর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা ছিল।

বৈঠকের শুরুতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি সতর্ক করে দিয়ে বলেন, আফগানিস্তানের ‘অর্থনীতি পতনের দ্বারপ্রান্তে’ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই পশ্চিমা দাতাদের বন্ধ করে দেওয়া অর্থায়ন পুনরায় চালু করতে হবে এবং মানবিক সহায়তা প্রদান করতে হবে। তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে আফগানিস্তানে দাতা দেশগুলোর তহবিল সহায়তা বন্ধ রয়েছে।

মাহমুদ কোরেশি আরও বলেন, আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থার আরও অবনতি হলে নতুন তালেবান সরকারের জন্য দেশটি পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত জরুরি ভিত্তিতে সেখানে মানবিক সহায়তার ব্যবস্থা জোরদার করা।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে জানায়, আফগানিস্তানবিষয়ক তাদের নতুন বিশেষ দূত টমাস ওয়েস্ট ইসলামাবাদের এই বৈঠকে যোগ দেবেন। এ ছাড়া টমাস ওয়েস্ট আফগান ইস্যুতে রাশিয়া ও ভারত সফর করবেন।

আলোচিত সংবাদ

বিজ্ঞাপন