কর্মকর্তা নেবে ইডকল
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) পাঁচ ধরনের পদে কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্প্রতি প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- ট্রেজারি অপারেশনস (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে ১ জন, সিনিয়র অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- ফিন্যান্সিয়াল রিপোর্টিং, কন্ট্রোল অ্যান্ড ট্যাক্সেশন (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে ১ জন, সিনিয়র অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি অ্যান্ড এমআইএস) পদে ১ জন, ম্যানেজমেন্ট ট্রেইনি (ইনভেস্টমেন্ট) পদে ১ জন, জুনিয়র অডিট অফিসার (ইন্টারনাল অডিট) পদে ৩ জন নিয়োগ দেওয়া হবে।
যোগ্য প্রার্থীদের অনলাইনে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১৪ অক্টোবর পর্যন্ত।

ইডকল শতভাগ রাষ্ট্রমালিকানাধীন একটি আর্থিক প্রতিষ্ঠান। অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ও কম জ্বালানি ব্যবহারে অর্থায়ন করে প্রতিষ্ঠানটি। ১৯৯৭ সালের ১৪ মে বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এটি মূলত অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানি শক্তি উৎপাদনে অর্থায়ন ও সহযোগিতা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশের বেসরকারি খাতের জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন অর্থায়নের শীর্ষস্থানে রয়েছে। ইডকল-এর একমাত্র এবং প্রধান কার্যালয় ঢাকার পান্থপথের ইউটিসি ভবনে অবস্থিত।



