সংবাদ আপডেট

আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হতে এখন সংযুক্ত আরব আমিরাতে আছে আফগানিস্তান দল। রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে পূর্ণাঙ্গভাবে অনুশীলন করা সম্ভব নয় বলে এ সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ব্যাটিং ও বোলিং কোচ হিসেবে আফগানিস্তান দলের সঙ্গে কাজ করছেন ইউনিস খান ও উমর গুল। কিছুদিন পরই দলের সঙ্গে যোগ দেবেন দলের প্রধান কোচ গ্রাহাম থর্প।

খেলোয়াড় ও কর্মকর্তা মিলে এসিবির অধীন প্রায় ২৪ জন এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। তাঁদের সবার জন্য রেসিডেন্স ভিসা চাইছে আফগান ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইউনিস খান এখন আফগানিস্তানের ব্যাটিং কোচ
ইউনিস খান এখন আফগানিস্তানের ব্যাটিং কোচ
ছবি: এসিবি টুইটার

আফগানিস্তানের ক্ষমতা বুঝে নিয়েছে তালেবান। এর পর থেকেই যেকোনো টুর্নামেন্টে অংশ নিতে যাওয়ার সময় ভিসা জটিলতায় ভুগেছে আফগানিস্তান। বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তো খেলাই অনিশ্চিত হয়ে পড়েছিল আফগানিস্তানের। এ কারণেই আবুধাবিতে অনুশীলন ক্যাম্প করেছে আফগানিস্তান। এতে অনুশীলনের পাশাপাশি ভিসার আনুষ্ঠানিকতাও পূর্ণ করতে পারবেন খেলোয়াড়েরা।

বোলিং কোচের দায়িত্বে উমর গুল
বোলিং কোচের দায়িত্বে উমর গুল
ছবি: এসিবি টুইটার

রেসিডেন্স ভিসা পেলে খেলোয়াড় ও কর্মকর্তারা আরও দীর্ঘ সময়ের জন্য সংযুক্ত আরব আমিরাতে থাকতে পারবেন এবং এর ফলে অন্য দেশে ভিসার আবেদন করাটাও সহজ হবে তাঁদের জন্য। সে ক্ষেত্রে আর ভিসার আবেদন করার জন্য আফগানিস্তানে ফিরতে হবে না তাঁদের। কিছুদিন পরই আয়ারল্যান্ডে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে আফগানিস্তান। আবুধাবি থেকেই সে সফরের জন্য ভিসার আবেদন করবে এসিবি।

ক্রিকেটারদের দীর্ঘমেয়াদে আরব আমিরাতে রাখতে চায় আফগানিস্তান বোর্ড
ক্রিকেটারদের দীর্ঘমেয়াদে আরব আমিরাতে রাখতে চায় আফগানিস্তান বোর্ড
ছবি: এসিবি টুইটার

এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ‘এসিবি প্রায়ই অন্য দলগুলোর সঙ্গে সিরিজ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করে। তাই কিছু কর্মকর্তা ও খেলোয়াড়ের আমিরাতে নাগরিকত্ব পাওয়া বা নাগরিকত্বের অনুমতিপত্র পাওয়া জরুরি।’

সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা আফগানিস্তানের। গত বছর আগস্টেই এ সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু তখন দেশে ক্ষমতার পালাবদলে পরিবর্তিত পরিস্থিতিতে সে সিরিজ আর খেলা হয়নি আফগানিস্তানের।

আলোচিত সংবাদ

বিজ্ঞাপন