সংবাদ আপডেট

বিভিন্ন দেশে নিয়োজিত থাকা দূতাবাসকর্মীদের বিষয়ে ভুয়া সংবাদ পরিবেশন করলে কঠোর শাস্তির আইন প্রণয়ন করেছে রাশিয়া। স্থানীয় সময় গতকাল শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আইনটি অনুমোদন করেন। আইন অনুযায়ী ভুয়া সংবাদ পরিবেশন করলে ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি ইউক্রেনে অভিযান চালানোর পর সেখানে যুদ্ধরত সেনাবাহিনীকে নিয়ে কেউ অসত্য সত্য ছড়ালে একটি আইন করা হয়েছিল। নতুন আইনটির সঙ্গে ওই আইনের বেশ কিছু মিল রয়েছে।

এ বিষয়ে রুশ পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সাংসদ বলেছেন, বিভিন্ন দেশে থাকা রুশ দূতাবাস ও সংস্থা নিয়ে ভুয়া তথ্য পরিবেশন ঠেকাতে আইনসভার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান চালানোর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাশিয়ার শীর্ষ সামরিক কমান্ডার সের্গেই রুস্কয় বুদানভ বলেছেন, ইউক্রেনে চলমান অভিযানের প্রথম ধাপ শেষ করেছে রুশ সশস্ত্র বাহিনী। তাঁর দাবি, এক মাসের লড়াইয়ে কিয়েভের যুদ্ধ-সক্ষমতা অনেকখানি কমে গেছে।

আলোচিত সংবাদ

বিজ্ঞাপন